আমিও তো চেয়েছিলাম নদী হতে
হয়তো থাকত আমারও একটি নাম,
আমার নামেও লেখা হত চিঠি
মেঘ ঠিকানায় নীল খাম।
ঝরনা ছিল গতি ছিল স্বপ্ন ছিল চোখে
এগিয়ে চলার সাহস ছিল শপথ ছিল বুকে।


জানি না কোথায় কী যে হল কবে
বলল কারা থেমে যাও তবে।
এখান থেকেই পথ হারিয়ে
যাও চলে যাও নিরুদ্দেশে,
একলা তুমি পথটি চলো
থাকবে না কেউ তোমার পাশে।
ধিকি ধিকি জ্বলে প্রাণের প্রদীপ
পথটি চলার ক্ষীণ,
রুক্ষ শুষ্ক ক্লান্তির গ্লানি আমি যে স্রোতহীন।
পলি বালি আর পাথর শত
জমেছে এ বুকে হাজার ক্ষত
আছে যে নীরব কান্না,
কোন সে ভুলে এ জীবনে আর
নদী হওয়া বুঝি হল না।