জাঁকিয়ে বসেছে শীত
একফালি সোনালী রোদের খুনসুটি মধ্যাহ্নের জানালায়,
সবেমাত্র শেষ হয়েছে মধ্যাহ্ন ভোজন!
ঠোঁটের কোণে উদরপূর্তির তৃপ্ত ছোঁয়া
তুলতুলে নরম পশমের ওম,
খোশ মেজাজে কলম হাতে জানালায় আমি
শব্দের অপেক্ষায়!
আজ একটা মিষ্টি প্রেমের কবিতা হয়েই যাক,
শব্দের ডালি থেকে পছন্দসই বেশ কিছু শব্দ সাজিয়ে
কলম ছোঁয়াতে যাব....


কী লিখছ?
মনোলোভা শব্দে মাখো মাখো প্রেমের রূপকথার কাব্যগাঁথা?
বাহবা নেবে?দুর্দান্ত,অপূর্ব,তুলনাহীন,লা জবাব...
প্রাপ্তির ঝুলিতে আরও কিছু প্রাপ্তি!
কই দেখি কলমখানি দাও দেখি একবার,ছুঁয়ে দেখি
এক্কেবারে সাধারণ....এই নিয়েই মিথ্যে আস্ফালন?
এই যে নিজের প্রাপ্তির রঙ গাঢ় থেকে গাঢ়তর করে চলেছ
পেরেছ কি -
বর্ণহীন অসংখ্য জীবনে একমুঠো রঙ ছড়াতে
বঞ্চিত অসহায় নিষ্পাপ পথশিশুর কান্না থামাতে,
ক্ষুধার্ত আর্তের পেটের জ্বালা কমাতে কিংবা
সর্বহারার ঠোঁটে একচিলতে প্রাপ্তির হাসি ছড়াতে?
পেরেছ কি -
নির্বাক দর্শক মানবতার চেতনা ফেরাতে
সমাজের অন্ধকার অলিগলিতে
একমুঠো জ্ঞানের আলো ছড়াতে,
অপরাধীর অপরাধবোধ জাগিয়ে তুলতে
নারীর অসম্মান চিরতরে মুছে দিতে কিংবা
হিংসা বিবাদ মুছে কলুষমুক্ত সমাজ গড়তে!
যদি নাই পারো কীসের কবি তুমি?


আমি তো কবি নই!


তবে কবিতার আশ্রয়ে কেন তোমার নিত্য আনাগোনা?
ও তুমি তো আবার শখের কবি,
কবিতা....তোমার একাকী অবকাশের কোলাহল!


বিবেক ছুঁয়ে দেখো,নিজেকে মহানুভব প্রমাণের
এও এক অবলম্বন নয়তো?


নিরুত্তর আমি,স্তব্ধ পড়ন্ত বিকেল...
ভারাক্রান্ত মন....ভীষণ রকম শূন্যতা
কোথায় যেন....
প্রশ্নেরা অবিচল!
সাদা পাতা বলে চলে অনেক কথা
নীরবে...
না আজ আর পারলাম না!



'জীবনমুখী কবিতা আবৃত্তির জন্য'