যদি পারতাম~ক্ষূূধার জ্বালায় বিবর্ণ
                   মানুষগুলোর মুখে রঙ মাখাতে!
যদি পারতাম~একফোঁটা দুধের জন্য
                পথশিশুর কান্না থামাতে!
যদি পারতাম~অনাবৃত ওই ওদের
                 আবরণে ঢেকে দিতে!
যদি পারতাম~যাযাবর মানুষগুলোকে
                  ঠিকানা খুঁজে দিতে!
যদি পারতাম~সর্বহারা ওই ওদের
                 সুখ দুঃখের হিসেবটা বোঝাতে!
যদি পারতাম~ফ্যালফ্যাল করে তাকিযে় থাকা
                শিশুটির মুখে নিজের খাবারটা তুলে দিতে!
যদি পারতাম~অন্ধকারের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া
                 ওদের আলোর দিশা দেখাতে!
যদি পারতাম~উচ্চ নীচ ধনী দরিদ্র্এর
                  বিভেদটা মুছে দিতে!
যদি পারতাম~জরা জীর্ণ,রোগগ্রস্ত ওই ওদের
                   যন্ত্রনা প্রশমিত করতে!
না না! এই সুবিশাল পৃথিবীতে
অতি ক্ষঊদ্র জীব আমি...
কী আমার ক্ষমতা???
শুধু পারি ওই হতভাগ্যদের তরফে
কিছু মন ভোলানো, লোক দেখানো বুলি আওড়াতে,
কিংবা ওই দুর্গত,নিপীডি়ত সর্বহারাদের দুঃখে
সবার অলক্ষএ দুফোঁটা চোখের জল ফেলতে!!!
যদি পারতাম!!