কবিতা তুই কেনো এলি
ভিখারিনীর কুটিরে,
সাজাব যতনে তোকে
নেই যে শব্দ ভান্ডারে!
রচিতে পারি না আমি
শব্দের মায়াজাল,
কেমনে ভাঙবি তুই
পাঠকমনের বেড়াজাল!
প্রদীপের আলো দেখে
দ্বারে এসে দিলি ধরা,
নিম্নে আঁধার তারই
কেমনে হবে বোঝাপড়া!
ভালোবাসি তোকে বড়
ফেরাতে যে পারি না,
কেমনে সাজাব তোকে
দুখিনীর ভাবনা!
শব্দের কাঙাল আমি
জানে সেতো অন্তর্যামী,
শব্দের খেলা বিনে
জীবন তোর অস্তগামী!
গরীবের যরে আজ
সংকটে তুই জানি,
কথা দিলাম তবু তোকে
দেব প্রাণ সঞ্জীবনী!
যতদিন ধরণীতে
নেব আমি শ্বাস,
রক্ষা করব তোকে
দিলাম আশ্বাস!
তোর প্রতি আছে আমার
গভীর ভালোবাসা,
এটুকুই সম্বল
বাঁধি বুকে আশা!
স্থান যদি না হয় তোর
পাঠকের মনে,
থাকব দুটিতে মোরা
নিভৃতে ,একান্তে,সংগোপনে!!!!