ছোট্ট খুকির আর্জি মাকে
দাওনা মাগো চাঁদটাকে!
মা বলে,চাঁদ আমি দিতে পারি
দুষ্টুমিকে বলো তুমি আডি়!
দুষ্টুমি আর করব না মা আমি
কথা দাও, চাঁদকে দেবে তুমি!
চলল মা তার চাঁদ আনতে
জল ভরা এক পাত্র হাতে!
মাযে়র পাতা জলের ফাঁদে
চাঁদ যে দিল ধরা,
করতালি আর নৃত্যের তালে
খুকি পাগল পারা!
সাবধান!ভুলেও যদি
স্পর্শ তারে করবে,
মনে রেখো তক্ষ্উনি যে
চাঁদ পালিযে় যাবে!
অবাক চোখে মা যে দেখে
শিশুর সরলতা,
ফিরে যদি পেতাম আবার
সেদিনের ছেলেবেলাটা!