শি্ক্ষিত বেকার ছেলে
শোনে হাজার কথা,
শিক্ষিত মেয়ে বেকার হলেও
নেইতো মাথা ব্যথা!
শিক্ষা গ্রহণ কালে ওরা
সবদিকেতেই  সমান,
শিক্ষা শেষে সুযোগ বুঝে
উল্টো সুরে গান!
শিক্ষার ঐ আলোক ছটায়
মেয়ে যে ধন্য ধন্য,
যত শিক্ষাই থাকনা কেন
বেকার ছেলে নগন্য!
পাত্ররা সব মেয়ের পায়ে
দেবে প্রেমের অঞ্জলি,
বেকার ছেলের মান সম্মান
ধুলোয় মিশে জলাঞ্জলি!
এতো গেলো এক কথা
আরও আছে হাজার কথা,
মুখে যতই বলি না কেন
নারী পুরুষ সমান কোথা?
অধিকারের বেলায় শুধু
নারী পুরূষ সবাই সমান
সুবিধার ওই বৃত্তটিতে শুধুই
নারীর জয়গান!


(এটি একান্তই আমার ব্যক্তিগত মতামত,আমার এমনটাই মনে হ্য়। ধন্যবাদ}