তোর সঙ্গে প্রথম আলাপ -


নির্মল জোছনায় মায়াবী রাত,চিলেকোঠার ঘরে আমি
কল্পনার সিঁড়ি বেয়ে মন পাড়ি দিল চাঁদের ঘরে,
যেখানে নিত্য চলে তারাদের খুনসুটি
রঙিন স্বপ্ন আঁকলাম রাতপরীদের ঘুম চোখে!


তোর কাছ থেকে পেলাম প্রথম প্রেম পত্র -


সকলের দৃষ্টি এড়িয়ে একছুটে চিলেকোঠায়
স্বপ্ন জড়ানো উজ্জ্বল চোখে হাসলাম পরিতৃপ্তির হাসি,
প্রতিটি রোমে রোমে শিহরন
উথাল পাথাল হৃদয়ে এলোমেলো বানভাসি!


হাতে হাত রেখে এগিয়ে গেলাম অনেকটা পথ -


প্রতিদিন একান্তে কিছুটা সময় চিলেকোঠায়
সুখময় স্মৃতির প্রতিটি পাতায়,
অন্তত একবার তড়িঘড়ি চোখ বোলানো
ভবিষ্যতের রঙিন স্বপ্নগুলো পরপর সাজিয়ে নেওয়া!


কোনো এক অজানা কারণে তোর প্রেমের খেলা শেষ -


আবার দৃষ্টি এড়িয়ে একছুটে চিলেকোঠায়
অমাবস্যার রাতে বয়ে গেলো অঝোর ধারা,
রাতপরীদের বিনিদ্র রজনীতে রচিত হলো স্বপ্নভঙ্গের কাহিনী
নীচে ছড়িয়ে হৃদয়ের টুকরোগুলো!


আজ আমি শূন্য বুকে একা বিহঙ্গ -


আজও প্রেম আটকে চিলেকোঠায়
প্রেম আছে ভেজা বালিশে,শুকনো গোলাপের পাপড়িতে
কোণায় কোণায় জমে থাকা দীর্ঘশ্বাসে
ছড়ানো হৃদয়ের টুকরোগুলোতে!


প্রেম আছে একান্তে নিভৃতে সংগোপনে,চিলেকোঠার ঘরে!