সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
মন যে আমার হারিয়ে চলে সুদূর আপন দেশে!
পুজোর ক্ষণে খুশির সনে বাংলা যে আজ মাতে,
ইচ্ছেগুলো হাওয়ায় উড়ে চায় যে সেথায় যেতে!
পরদেশের এই একলা ঘরে লাগছে বড়ই ফিকে,
মনের আছে ইচ্ছেডানা ঘরে কি আর থাকে?
নেই তো কোনো ঢাকের তাল নেই তো শিউলি সুবাস,
হিমেল হাওয়ায় খুশির ছোঁয়ায় মন মাতায় না কাশ!
প্রবাসীদের আয়োজনে চল্বছে পুজো হেথায়,
দুধের স্বাদ মিটছে ঘোলে আসল স্বাদ কোথায়!
তবুও মনের ভক্তি নিয়ে ছুটব মায়ের কাছে।
বলব মাকে দাও ঘুচিয়ে দুঃখ যত আছে!
হতভাগ্য দীনজনে করো মাগো দয়া,
ঝগড়া বিবাদ দূর করো মা,মেটাও অশুভ ছায়া!