সেদিন আরশিতে রাখা স্থির দু চোখের তারায়
খুঁজছিলাম নিজেকে -
প্রশ্ন চিহ্নগুলো উড়ছিল হাওয়ায়,
কে আমি? কেন এসেছি আমি?
কী আমার বেঁচে থাকার উদ্দেশ্য?
আর কি কিছুই নেই বাকি? ইত্যাদি ইত্যাদি!
বেশ কযে়ক পা পিছিযে় হাঁটলাম স্মৃতির ওলি গলিতে,
অজস্র ভুলের পাহাড় তৈরি হযে়ছে সেখানে!
জীবনের নাট্যমঞ্চে রিটেক করার সুযোগ নেই যে,
তাইতো শুধরে দেওয়া গেলো না ওদের!
জীবনের রঙীন পাতায় বড্ড ফিকে দেখায় নিজেকে!
অনেক চেনার মাঝে অচেনার চাদরে ঢাকা ঘুমন্ত প্রশ্নেরা,
কোনো এক স্বপ্ন পরীর জিয়ন কাঠির ছোঁয়ায়
জেগে ওঠে আমার অবকাশে, বেলা অবেলায়!
উত্তর খুঁজে চলেছি আজও!