রূপ মাধুরীর পূজারী তুমি
ডুব দিয়েছো রূপ সাগরে,
চাঁদপানা ওই মুখের হাসি
সদাই থাকে তোমায় ঘিরে!
রূপহীন এক মন যে হেথায়
দিবানিশি কেঁদেই মরে,
আশার প্রদীপ নিবু নিবু
একলা মনের আঁধার ঘরে!
নাইবা হলো স্বপ্ন ছোঁওয়া
নাইবা হলো তোমায় পাওয়া,
প্রাণভরে মন দেখছে তোমার
সুখের পথে আসা যাওয়া!
তবুও জেনো আসবে যেদিন
রূপ সাগরে রূপে্র ভাটা,
একলা এ মন ছড়িয়ে দেবে
ভালোবাসার রঙীন ছটা!
পথ ভোলা এক পথিক হয়ে
আসবে সেদিন মনের ঘরে,
দেখবে তুমি দাঁড়িয়ে সেথায়
রঙীন ফাগুন তোমার তরে!