যতই ছোটো হোক না কেন
ছোট্টো কুঁড়েঘর!
এই ঘরেতেই খুঁজে চলি
নিয়ত ঈশ্বর!
ভিত গড়েছি ভালোবাসায়
আস্থা মোদের দেওয়াল,
বিশ্বাস যে মাথার 'পরে
সুখেই কাটে দিনকাল!
চাঁদ সূর্য তারা সবাই
ছড়ায় সোনার আলো,
সোহাগ ছড়ায় প্রজাপতি
ফুল রেখেছে ভালো!
নেই তো কোনো প্রাচুর্যতা
নেই তো আতিশয্য!
স্নেহ মায়ার ছায়ায় মোরা
হারাই নাতো ধৈর্য!
আসুক যতই বিপদ বাধা
লড়ি শক্ত হাতে,
হোক না যতই কঠিন সময়
পার হই একসাথে!
গর্ব মোদের মানবতা
বিবেক মোদের সহায়,
সঙ্গে আছে শুভবুদ্ধি
লোভ যে মোদের ডরায়!
সত্য পথে চলি সদাই
নেই তো কোনো ভয়,
হিংসা বিবাদ ভুলে বলি
ভালোবাসার জয়!