আমার কাছে ছন্দ আছে
আছে কিছু কথা,
ভাবনা জুড়ে খুশি আছে
আছে কিছু ব্যথা!
তাইতো সেদিন সোহাগ করে
কলমখানি বলে,
লিখেই ফেলো দু-চার কথা
মনের দুয়ার খুলে!


কাজটা ভারি নয়তো সোজা
সেকি আর মুখের কথা,
ছন্দ কথা ভাবনা আছে
আছে কোথা কাব্যিকতা?


বলছ যখন লিখব তবু
মনের দু-চার কথা,
প্রজাপতি হয়ে আমি
উড়ব যেথা সেথা!
ভাবনাগুলো ছন্দে খেলে
হবে কাব্যগাথা,
ভাবনা এমন ভবিষ্যতে
বাড়িয়ে দেবে ব্যথা!


তাইতো আমি নদীর মতো
চলছি আপন ঢঙে,
নাইবা হলাম কবি আমি
ভরছে হৃদয় রঙে!
ধরলে কলম বদলে যে যায়
সাদা কালো ছবি,
শুভেচ্ছা আর প্রীতির রঙে
হই যে শখের কবি!