সময় যে বয়ে যায় কালের ঠিকানায়
ফেলে আসা পথটিতে ফিরে নাহি চায়!
সময়হারা অভাগা যদি থমকে যেতে কয়
বলে সেতো এই আমি তোমার জন্য নয়!
যে সময় তোমার ছিল করেছ তারে হেলা
তাইতো তোমার নয়ন জুড়ে অশ্রু করে খেলা!
আমি তো ভাই বাঁধা পড়ে নিয়মের ঘরে
চলে যাওয়া সময় রবে অন্য কারও তরে!
যদি পারো স্বপ্ন কোনো দেখো নতুন করে
আগামী সময় সাজিয়ে নিও নিজের মতো করে!
ভুল করেও সেই ভুল কোরো না তো আর
অশ্রুবানে ভাসিও না ভাই সাধের সংসার!