প্রতিবাদ কোরো না
সত্যের বলিষ্ঠ উচ্চারণে সোচ্চার হয়ো না,
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িও না!
কলমে তুলো না প্রতিবাদের ঝড়
নাক গলিও না ব্যভিচার,স্বৈরতন্ত্রে
যদি পারো নিজেকে পরিণত করো যন্ত্রে!
তুমি কিছুই দেখোনি শোনোনি জানোনা,
থাকোনা বাপু যেমন আছো দিব্যি খাসা সুখের বাসে
তবে কেন সাধ করে আজ দুঃখটাকে ডাকছ পাশে?
শোনোনি কি-
'জোর যার মুলুক তার'
তবে কেন দিচ্ছ জ্ঞান,আসছ পথে বার বার!
'পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে'
নিজের ভালো চাইলে তবে পথ থেকে যাও সরে!
তবু -
রুদ্ধ হবে না কন্ঠ,থমকে যাবে না কলম
অন্যায়ের সাথে হবে না কোনো আপোষ,
শান্ত হবে না প্রতিবাদের ঝড়!


ভরসা তবু প্রতিবাদেই......