পায়ে পায়ে জড়িয়ে থাকা
বারোমাসের নিয়ম,
শীতল ছোঁয়ায় ভরসা শুধু
সেই নিয়মের ওম!
কথায় বাড়ে কথা আর
ব্যথায় বাড়ে বেদনা,
শক্ত হাতে মায়ার বাঁধন
তবুও ছেঁড়া যায় না!
পথ ভুলে যাই তবুও ফিরি
সেই তো চেনা বৃত্তে,
একফালি রোদ মনের ঘরে
উঁকি দেয় নিঃশর্তে!
ক্ষণস্থায়ী সবই জানি
নয়তো কিছুই আপন,
আঁকড়ে থাকি আমার বলে
সঁপে দিয়ে প্রাণ মন!
মরণ এলেও বলি তারে
ডাকছ কেন আমায়,
কাজ যে পড়ে অনেক বাকি
চাইছে জীবন সময়!