ভুল সব ভুল,ভুলের পাহাড়
কেন কোথায় কীভাবে হলো ভুল
সব হিসেব বুঝে নিতে চাই এক্ষুনি!
উথাল পাথাল ঝড় আছড়ে পড়ছে বুকের ভেতর
ভেঙ্গে চুরমার হয়ে যাক সবকিছু,
নিশ্চিহ্ন হয়ে যাক ভুলের চিহ্নগুলো!
কী ভীষণ অস্থিরতা,আঁধার নামছে চোখে
ঠিক এইসময় -


ভুল করে করেছিলে সেই ভুল
এখানেই শেষ নয়,আজও রয়েছে কিছু বাকি!
সামনে যেতে হবে অনেকটা পথ
ফুলে ফুলে সাজিয়ে তোলো জীবন তরী!
রাঙিয়ে তোলো জীবন রঙিন বসন্তে,
চেয়ে দেখো থেমে গেছে ঝড়ের দাপট
শান্ত শীতল ছায়া ঘেরা স্বপ্ন নীড় তোমার অপেক্ষায়!
ফিরে তাকিও না আর,
হেলায় হারিয়ো না অমূল্য একটি জীবন!


হয়তো তাই,স্বপ্ন দেখি আজও
বেঁচে আছি আজও কোনো এক
অজানা অসাধ্য সাধনের আশায়!