রাত্রির আসা যাওয়া নানারূপে -
সাক্ষী থাকে চাঁদ,
যদিও নিয়মের বেড়াজালে বন্দী
নির্বাক দর্শকের ভূমিকায় সে!
নির্মল জোছনা্র পরশে রাত্রি কখনো মায়াবী
উজ্জ্বল রূপোলি ছটায় তারারাও ম্লান,
অবশ্য মেঘ বাধ সাধলে কিচ্ছুটি করার থাকে না চাঁদের!
কখনও বা রাতের চেনা আকাশে তার প্রবেশ নিষেধ,
অচেনা কোথাও তখনো সাক্ষী সে!
চাঁদ বিহীন রাতে আঁধারের গভীরতা পরিমাপ করব -
অতো সাহস কোথায়.........!!