মা বলছেন -
এমনিতে ছেলে আমার
সব বিষয়েই ভালো,
বাংলাতে ও ভীষণ কাঁচা
তাতে কী আর এসে গেলো!
ছেলে আমার খুব একটা ভালো
বাংলায় কথা বলে না,
আজকালকার দিনে ওসব
বাংলা টাংলা চলে না!
বাংলা থেকে ইংলিশে ও
অনেক বেশী সাবলীল,
বলতে গিয়ে মায়ের ঠোঁটে
ঝরছে হাসি খিলখিল!
বাংলাতে তো কোনোভাবে
পাশ করলেই হলো,
এই যুগেতে  বাংলা শিখে
কি আর হবে বলো!


এমন সময় বাবা এসে
দিলেন রণে ভঙ্গ,
হায় ভগবান এই দুনিয়ায়
দেখব কতো রঙ্গ!
বাংলা ভাষার তরে কতো
প্রাণ হলো বলিদান,
রক্ত ঝরা একুশ পথে
রইল ভাষার মান!
বিদ্যাসাগর রবীন্দ্রনাথ
নজরুল মাইকেল,
এই ভাষাতেই করলেন জয়
চালিয়ে শক্তিশেল!


মা বললেন -
চুপ করো চুপ করো
যত সব বাজে কথা,
আজকের দিনে বাংলা নিয়ে
নেই তো কারো মাথা ব্যথা!
বাংলাটা ছেলের আসে না
দোষ কী ওর বলো,
বাংলা নামের বিষয়টিকে
তুলে দিলেই হলো!