স্বপ্নে দেখেছি তারে
বাস তার অগোচরে!
দিবানিশি তার তরে
মালা গাঁথি সাধ করে!
কতো আশা অন্তরে
জেগে ওঠে বারে বারে!
সাত রঙে আঁখি ভরে
দাঁড়ায়ে যে থাকি দ্বারে!
ফুল পাখি অলিটারে
বলি আয় মোর ঘরে!
কানে কানে বলি তোরে
মরমে যে আছি মরে!
মন কেন লাগে নারে
শুধু তারে খুঁজে ফেরে!
চলি আমি অভিসারে
ধরা দেবে সে আমারে!
চেনা অচেনার ভিড়ে
খুঁজে আমি নেব তারে!
বাঁধব যে বাহু ডোরে
ভালোবাসার আশানীড়ে!