জানতাম তুমি আসবে!
লোকমুখে শুনেছ নিশ্চয়ই
অবিশ্বাস্য-
যাচাই করে নিতেই তো আজ
দুর্লভ ওই চরণধূলি আমার দ্বারে!
নিজেরই কাঁটার খোঁচায় রক্তাক্ত মৃতপ্রায়
ছিন্নবিচ্ছিন্ন ভালোবাসার গোলাপ,
এখনো এতো তাজা !
ভীষণ অবাক হয়েছ জানি,
একটা সময় ছিল যখন তোমায় ভেবে
সময়কে দেওয়ার মতো সময় আমার ছিল না!
কিন্তু আজ......!!
আমি অত্যন্ত কৃতজ্ঞ তোমার কাছে -
সেদিন গোলাপের পাপড়িগুলো
সযত্নে নিজের হাতে যদি না ছিঁড়তে,
হয়তো অজানাই থেকে যেতো আমার আমি
হারিয়ে যেতো নিরুদ্দেশের অপ্রত্যাশিত ঠিকানায়!
আজ তোমার প্রত্যাশার ঝুলি ভরাতে
মুঠো ভর্তি কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নেই আমার,
অসংখ্য ধন্যবাদ তোমাকে......!!