জীবনসুরে গাইতে গিয়ে তাল কাটে মনের -
ছন্দ লয় সবাই দিশেহারা,
সমস্যার সূত্রপাত সেখান থেকেই!
এরপর শুরু হয় মেনে নেওয়া মানিয়ে চলা!
মেনে নিতে নিতে মানিয়ে চলতে চলতে দীর্ঘ পথচলা!
কোনো এক পড়ন্ত বিকেলে হঠাত চোখ পড়ে দিগন্তে -
সেখানে চলছে বেলাশেষের মেঘেদের
সিঁদুরখেলায় বিসর্জনের আয়োজন,
সেও তো একপ্রকার নিতেই হয় মেনে...!
বিকেলে ভোরের ফুল ফোটানোর ইচ্ছেটাও
ততক্ষণে শেষবেলায়......!!