গড়েছি এক স্বপ্নপুরী
ওড়াব আজ ইচ্ছেঘুড়ি!
আয় চলে আয়
কে যাবি আয়,
রঙ ও রঙিন
স্বপ্ন ছায়ায়!


পাখির কূজন ঘুমটি ভাঙায়
সোনা রোদের স্বপ্ন ছোঁয়ায়।
দেখতে আকাশ স্বচ্ছ ভারি
রূপসী এক নীলাম্বরী,
সবুজঘন সতেজতায়
প্রকৃতি এক মায়াপুরী!
বিষমুক্ত শুদ্ধ বাতাস
যত খুশি নাও প্রাণ ভরে শ্বাস!
সত্যচাদর জড়িয়ে গায়ে
শান্তি সদাই বিরাজ করে!
পাপ ও পাপী বহু দূরে,
সত্যেরে সে সদাই ডরে!
লোভ হিংসা বিবাদ বিনে
জীবন মাতে সাম্য গানে!
বনেই শুধু থাকে বন্য
মানুষ এখানে মানুষের জন্য।


আয় কে যাবি
আয় চলে আয়,
রঙ ও রঙিন
স্বপ্ন ছায়ায়!
ইচ্ছেঘুড়ি সবাই মিলে
চলনা ওড়াই আকাশনীলে!