কংক্রিটের এই রুগ্ন শহর
জল বাতাসে বিষের বহর!
ঢেকেছে কালো ধোঁয়ার চাদরে
মন যে মাতে না সবুজ আদরে!
সোনা রোদ ঢাকে ইঁটের পাহাডে়্
মরবে বলেই সবুজকে মারে!
ধুলো ধোঁয়া আর আবর্জনা
হোক না দূষণ যায় আসে না!
ছুটছে জীবন যেন প্রাণহীন
নিত্য হারায় রঙ ও রঙিন!
সুর তাল হীন জীবনের গান
রুগ্ন শহরে সংকটে প্রাণ!