আগের মতো কষ্ট হয় না আর
একদিন বৃষ্টির কাছে একটা শ্রাবণ চেয়েছিলাম কান্না লুকোবো বলে।
পাথরটা আর আগের মতো ভারী মনে হয় না এখন
আসলে সবটাই অভ্যেস।
মাঝে মধ্যে মনে হয় এই তো তবু দিব্যি আছি
হয়তো থাকবও
সময়ের আদলে মানিয়ে গুছিয়ে সময়কে ভালোবাসব।
না জানি কত বাধা কত গতিপথ বদলে আজকে সে নদী.... খরস্রোতা
আমি শুধু দেখি দু'চোখ ভরে কখনও নির্বাক শ্রোতা,
আগলে রেখেছি অনেকটা সুখ যদিও বেশিটাই ব্যথা।