এই প্রথমবার অনুভূত হয় বৃষ্টির শব্দে রিমঝিম ছন্দ
না বলে আসা হঠাৎ বৃষ্টি কিংবা শ্রাবনের প্রথম ধারায় ভিজে চুর হওয়ার আনন্দ!
দূরে কোথায় নদীও বইছে কল্ কল্,
অভিমানী হতে শিখে গেছে মন...আবেগী চোখে অকারণে আসে জল।
ভালো লাগে খুব সকালে ব্যালকনিতে মিঠেল রোদের আলতো আগমন
পাখিরা তো আগেও আসত জানালায়
এই প্রথম খুব ভালো লাগে ওদের আদুরে আলাপন!
গল্পে গানে কথায় ফিরে ফিরে আসে রাবীন্দ্রিক ভালোবাসা,
যে কলম ছিল উদাসীন ভারি
এই প্রথম বলতে চায় সাহিত্যের ভাষা।
ভালো লাগে ফুল প্রজাপতি মেঘেদের উড়ে যাওয়া
ভুল বলে যেন নেই কিছু জগতে
মিলেমিশে একাকার যা কিছু চাওয়া পাওয়া!


এইনতো প্রথম রোমাঞ্চকর কৃষ্ণচূড়ার লাল
প্রথমবার জীবনের গানে কে যেন দিয়েছে সুর ছন্দ তাল!
হাতছানি দেয় শিশির ভেজা ঘাস
শিউলি শরৎ দূরের বনে কাশ
বইয়ের ভাঁজে গোলাপ হাসে
দুরন্ত মন আরশিতে খোঁজে ব্যস্ত অবকাশ।


কোনো অধ্যায় তবু যদি আসে
যেখানে প্রেম অন্য বেশে
স্মৃতিপট থেকে দূরত্ব আলোকবর্ষ,
মন প্রাণ জুড়ে আমরণ তবু লেগে থাকে যেন
প্রথম প্রেমের স্পর্শ!