প্রয়োজনে তুমি সংযমী হও
প্রয়োজনে সংগ্রামী
তোমার হাতেই গড়বে আগামী
যে শিক্ষা দেবে...সবচেয়ে দামী!
ধর্মরূপে কর্ম শেখাও
জাগাও বিবেকবোধকে
শেখাও তুমি চেতনার মানে
চেনাও মানবিকতাকে!
হিংসা বিবাদ থাকুক দূরে
হৃদয় ভরো ভালোবাসায়,
হাতটা ধরো আঁধার পেরিয়ে
হেঁটে যাও কোনো আলোর দিশায়!
যে চারাগাছ আলো করে আছে তোমার আঙিনায়,
আগামী যেন পথ খুঁজে পায়
তার ফুলে ফলে ছত্রছায়ায়!
যে গুরুভার প্রকৃতি দিয়েছে তোমায় ভরসা করে
সাধ্যমতো রেখো তার মান পরম যত্ন করে!