আরশি সুন্দরের কী বোঝে?
দৃষ্টির সীমিত বাঁধনে মোড়া
প্রসাধনী রূপে মজে!
রূপ খুঁজতে সেই তো ছুটি
ওরই কাছে মিছে!


জন্ম থেকে সেই তো আছি
রূপ সাগরের মাঝে,
হৃদ-ভান্ডে রূপ-অমৃত
মনটা যখন বোঝে...
প্রভাত রবি বলছে বিদায়
দিগন্তের ওই সাঁঝে!