সময়ের স্রোতে ভাসছে জীবন জানিনা গড়িয়ে যাচ্ছে কোথায়
স্বপ্ন রঙিন পথ ভুলেছে অভ্যেস এখন রোজের ব্যথায়!
দিনের শেষে আসছে যে রাত রাতের শেষে আবার দিন,
মৃত্যু মিছিল অব্যাহত আশার আলো হচ্ছে ক্ষীণ!
হঠাৎ সেদিন হলো শুরু শেষ কবে তা নেই তো জানা
পাশের মানুষ কাছের মানুষ বলছে সময় হোক অচেনা!
পথের বুকে দাঁড়িয়ে বিপদ বলছে সময় করতে শপথ...
যে পথ ছিল চলার সাথী ভুলব তাকে রাতারাতি!
ভুলতে হবে অনুষ্ঠান আর উদযাপনের হর্ষ
দূরত্বটা খুব জরুরী শত্রু এখন স্পর্শ!
করছে না কেউ আর তো বড়াই এখন শুধু বাঁচার লড়াই
বলছে সময় যেমনটা ঠিক নিয়ম মেনে করছি তাই!
বাইরে এখন ঝড়ের দাপট অন্দরেতে মুখটি ভার
একলা তরী যায় দিশাহীন জানি না কে করবে পার!