জ্বলছে দেখো লক্ষ প্রদীপ
আলোর ঝরনাধারা,
মাতছে সবাই আলোর নেশায়
শহর পাগলপারা!
নিয়ম করে প্রতি বছর
জ্বলছে হাজার আলো,
দীপের নীচে অগোচরে
বাড়ছে শুধুই কালো!


শুভ দিনের শুভ ক্ষণে
এই শুধু প্রার্থনা,
অবাঞ্ছিত আঁধার যতো
ওই সুদূরে যাক না!
রাত পোহালেই ঝরবে না আর
আলোর ঝরনাধারা,
মনের ভুবন নিত্য যেন
থাকে আলোয় ভরা!


আঁধার বিনে আলো জানি
কখনও পূর্ণ নয়,
রাতের রূপে আঁধার যেন
বাঁধা পড়ে রয়!
আলোর ছটায় দূর হয়ে যাক
হৃদয় মনের কালো,
দীপান্বিতার শুভেচ্ছাতে
থাকুক সবাই ভালো!


(আসরের সকল কবিবন্ধুকে জানাই
"শুভ দীপাবলি")