খতিয়ে দেখো নিজের ভেতর
ভুলটা আদৌ কোথায় হলো,
নির্বিচারে আবার কেন
পরের দিকেই আঙুল তোলো?
তোমরা ভাবো সবাই বোকা
যেমন বোঝায় তেমনি বোঝে,
দোষ ছিল না তবুও কেন
তোমার আকাশ অকাল সাঁঝে?
ছুঁড়ছ কাদা শেষবেলাতেও
সেই তো একই স্বভাব দোষে,
কার কপালে কীই বা জোটে
কথায় কথায় ফুঁসলে রোষে?
দেশটা যে এই জনগণের
অহরহ ভুলছে কারা,
ভাবছে কে যে আমিই রাজা
গোলাম সেজেই থাকবে ওরা!
অহংকারের পতন হবেই
সবাই জানে খুব স্বাভাবিক,
শুধরে নিলে ভালো,নয়তো
পড়বে ধরা বক-ধার্মিক!