অনেক অকারণ মাঝে
তবু একটি কারণ,
তাইতো ফিরে চাওয়া
আবার কাছে যাওয়া
পাল তুলে দেয় ভাঙা তরী
উজান স্রোতে বাওয়া।
মন বলে চাই তাকেই তো চাই
কেন তবে শুধু উল্টো পথে অকারণ
পা বাড়াই
ভুল করে বুঝি অভিমানে মিছে
বাঁধন ছিঁড়তে চাই।
চোখের ভাষা ঠিক মিলে যায়
যা কিছু গোপন মনের কথায়
জোনাক জ্বলে আঁধার পথে
পথহারা পথ খুঁজে পায়।