যদি না থাকে বন আর বনের সাথী বন্য
খুব দূরে নয় যেদিন পৃথিবী হবে মানব শূন্য!
সময় থাকতে শুধরে নাও ওহে মানব জাতি
থাক না বহাল তবিয়ৎ-এ বাঘ ভাল্লুক হাতি।
লোভ লালসা সর্বনাশা কাড়ছে বনের প্রাণ
গুনতে হবে মাশুল শেষে ভুললে অবদান!
কেন এতো বন-চুরি আর কেনই চোরা শিকার
বেঁচে থাকা ওদেরও তো জন্মগত অধিকার।
অকারণ নয়তো আঘাত অভয় নিয়ে থাকুক শ্বাপদ
বাঁচতে হলে যত্নে থাকুক বন ও বনসম্পদ।
বন ও বন্যের সুরক্ষা যে সর্বোপরি কাম্য
তবেই অটুট থাকবে জেনো পৃথিবীর ভারসাম্য।