সন্ধ্যা নেমেছে ঘনায় আঁধার
পুরোনোর চোখে জল,
রাত্রির ওপারে অচেনা আঁধারে
ডাকছে স্মৃতি-অতল!
তবু কিছু রেশ কিছুটা আবেশ
থেকে যদি যায় মনে,
ফিরে ফিরে তবে আসব আবার
কখনো একলা শ্রাবনে!
তুমি ভালো থেকো তবু মনে রেখো
যদি সুখ দিয়ে থাকি কিছুটা,
ক্ষমা করো যদি হয়নি তো জানা
কষ্ট পেয়েছ কতোটা!
এ তরী কখনো বাইবে না আর
ছিঁড়েছে যে তার পাল,
সুখী গৃহকোণ সাজে আশা নিয়ে
আসছে আগামীকাল!