শরৎ এসেছে...বার বার আসে,
আজও সেজেছে শুভ্র কাশে!
তবুও তো আজ শিউলি ফোটে
নীলের বুকে সাদা মেঘ জোটে,
সাতটি রঙের এদিক ওদিক
আঁকতে ছবি প্রয়াস জারি
ঠিক তেমনই সেই পুরোনো
চির ধরে যাওয়া মানসপটে!
তবুও তো আজ সময়মতো
বাজে আগমনী সুর,
মৃন্ময়ী রূপে ভক্তি অচলা
সাজতে সাজাতে উদ্যম ভরপুর!
তবুও সময় থামে না আজও
দুর্বার গতি...ব্যস্ত চলাচল,
একদিন বা দু'দিন কাঁদবে...
সময়মতো শুকিয়েই যাবে
দুর্গার চোখের জল!
যতো খুশি ঢালো রঙ,আরও রঙ
সব রঙে আজ মিশে আছে শুধু লাল,
পথের দুর্গা ধূলায় কাঁদে....
অকুতোভয় অসুরের দল
আজও পাপে অবাধেই বহাল!


তবুও শরৎ আসে,শিশির শিউলি কাশে
আকাশ বাতাসে আজ শুধু যেন
একটাই সুর ভাসে...
গতানুগতিক ভাবধারা আর চায় না সময় মা গো
"জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো..."!