সত্যি বলতে,
জীবনটাতো পদ্মপাতায় জল
কেন তবে মান-অভিমান
মিথ্যে কেন ছল!
বইছে হাওয়া কাঁপন পাতায়
এই আছি নেই ভরসা কোথায়,
রঙ দিলে তাই সাদা পাতায়
একটু ভাবো,কী আসে যায়!
মিথ্যে হিংসা কেনই বা দ্বেষ
পলকেই যদি হতে পারে শেষ,
রাখলে হাতটা পরের হাতে
মিলবে যে সুখ অশেষ!
হৃদয় ছাড়া আছেই বা কী
ভালোবাসা ভরো তাতে,
বাঁধন ছেঁড়া শূন্য শেষে
ভালোবাসা শুধু সাথে!