শিক্ষা বন্দী কাগজে কলমে
জানে না মুক্তির ঠিকানা,
খুন হয়ে যায় মানবতা তাই
নির্বাক দর্শক চেতনা!
বিবেক বুদ্ধি দূর অস্ত
বোধের ভাঁড়ার শূন্য,
মানুষ-মুখোশে পিশাচ নয়
ঢের ভালো হলে বন্য!