প্রথম পরিচয় সহজ পাঠে
'"ছোট খোকা বলে অ আ..."
এরপর থেকে তিনি মানেই নতুন কিছু পাওয়া...
ভাবনাদের ডানা মেলতে শেখা
"কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে..."
পথ চলতে চলতে বহুবার নিজের সাথে দেখা!
টুকরো খুশি,বিষাদ বেলা,অলস দুপুর
কিংবা যখন ভীষণ একা,
তাঁর কলমে সবটা দারুণ যত্ন করে আঁকা...
"একা মোর গানের তরী..."!
স্নিগ্ধ ভোরে পূজার থালায় আত্মিক নিবেদন
"বরিষ ধরা মাঝে শান্তির বারি..."!
কাশের বনে লাগলে দোলা বসন্ত যদি রাঙে ফাগে
কিংবা কোনো প্রেমবিলাসী ভাসল যদি অনুরাগে
চেনা কলি নতুন রূপে আজও তেমনি কন্ঠে জাগে!
লাল মেখে গোধূলি যখন জল ছুঁয়েছে খেয়া ঘাটে,
উদাস মনে বিদায়ী সুর...
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে..."!
সেই তো শুরু...কোথায় যে শেষ
জীবন জুড়ে তাঁরই আবেশ
শেষের পাতায় আবার শুরু
চলছি যে পথ তাঁরই সাথে...অশেষ!