এখন সন্ধ্যে...
পাড়ি দিতে হবে কখনো শেষ না হওয়া রাতে
ভোরের আলো হয়তো ছোঁয়া হবে না আর
হঠাৎ করেই প্রকাশ্যে অসুখটা আগাম বার্তা ছাড়াই
সময় নেই যে হাতে!
আবেগগুলোকে প্রশ্রয় দিই না আর
অভিমান করা যায় যদি থাকে অধিকার,
ইচ্ছেরা তো কবেই ছেড়েছে আশা
এখন শুধু সময়ের স্রোতে শ্যাওলার মতো ভাসা!
জানি না কেমন হয় মুক্তির স্বাদ
শুনেছি,শান্তি অনাবিল...অবাধ!
তবু যদি আসতে একবার শুনতে সেদিনের বাকি কথা
তারপর থেকে দশটা বছর...
জানতে যদি চাইতে একবার কতটা সয়েছি ব্যথা?
তোমার দেওয়া প্রথম গোলাপ গন্ধ বর্ণ হারিয়েছে আজ
হলদে পাতার ভাঁজে বয়ে চলে ভার...মুহূর্তের কোলাজ!
তুমি যে বলেছিলে দেখা হবে আবার...
বাঁচতে ইচ্ছে হয় তাই আরও একদিন আরও একবার
ভয় হয়...সময় নেই যে হাতে
হয়তো গল্পের শেষ পাতা
থাকবে সাদা...শুধু তোমার অপেক্ষাতে!