তবু লিখি প্রতিদিন লিখি
ভরাই সাদা পাতা
শব্দের মালা গাঁথি রোজ
জানি না হয় কিনা কবিতা
তোমায় শোনাব বলে।
তুমি কোনোদিন বোঝনি আমার লেখা
ক্ষোভ নেই কোনো আমিও বুঝি না বেশীটাই
এখনো হয়নি কবিতা লিখতে শেখা।
তবু তোমায় শোনাব বলে প্রতিদিন কিছু লিখে যাই
কথারা কবিতা হলে সেদিন ভেজাব চোখের জলে
তোমার জন্য লিখব এক পৃথিবী
শুধু তোমাকেই শোনাতে চাই।
আমি এক অক্লান্ত পথিক
শুধু কবিতার দেখা পাব বলে
অনন্ত পথ হেঁটে যাই...শুধু তোমায় শোনাব বলে!