চেনা বৃত্ত থেকে বহুদূরে....
অচেনার ভিড়ে,
মুখ থুবড়ে মিথ্যে বড়াই,
এরপর...?
অস্ত্বিত্ব রক্ষার লড়াই!
অথৈ জলে নতুন করে সাঁতার শেখা
জানার মাঝে অজানার সাথে দেখা...
মনের সংকীর্ণ অস্পষ্ট কোণ থেকে
বিকীর্ণ আলোক রেখা,
ক্রমশ উন্মুক্ত...যা ছিল অনাদরে ঢাকা!
এরপর...?
ভুল বশত ভুল ধারণা...
বেলাশেষের গান গায়!
একটু একটু করে...খুব কাছ থেকে
নিজেকে সবচেয়ে বেশী চেনা যায়...!