আজ যে আমার হলো বৃথা
আজ ভাবি কাল হবে এটা।
কাল বলি "আবার হবে যে কাল।"
কাল করলো গ্রাস!
কালের দিকেই ছুটছি আমি
আজ যে আমার বৃথা।
ভাবছি বসে অলস আমি
কালের খোলস পরে।
কাল ঝাড়বো এ ধুলো টুকু
ঢালবো জল তাতে।
এমন করে কালের তলে কাল যে পড়ে যায়
ধুলোয় এবার বুক ফুলিয়ে পাহাড় হয়ে রয়।
এই পাহাড় কাটতে হবে মোরে
করতে হবে সাফ।
আজ যে আমার বৃথা গেল
কাটবো আবার কাল।
জনম ভুলে করেছি আমি কাল, কাল আর কাল।
বিধাতা তুমি করো ক্ষমা মোরে
এই করলাম পণ।
সময়ের কাজ সময়ে করবো
যদিও দিতে হয় জীবন।