কান্তের পরনে সাদা চেক শার্ট
কোঁকড়ানো চুল আর মুখ ঠিকঠাক।
হাতে ঘড়ি কাঁধে ছাতা মুখে ভরা পান
হেঁটে চলে কান্ত আপন দোকান।
চাকরিটা তার কাছে ব্যবসার মতন,
ঘুষ আর দালালি ছাড়া চলে কি বাজান?
ফাইল খুলে মাথা ঠুকে আঙুলে নিয়ে থুথু
ভাবছে যাবে কি করা গড়মিল কিছু!
মাস শেষে বেতনে যে টাকা আসে
তার চেয়ে ঢের ভালো দালালির বেশে।
আপন মনে সে করেছে পণ,
আছে চাকরি যতদিন গড়মিল করবো ততদিন।
এই নীতি নিয়ে কান্তরা চলে
দেশটাকে নিয়ে গেল ধীরে ধীরে তলে।
কান্তরা যদি সৎ পথে চলে
বাঁচবে যে দেশটা হেসে-খেলে।