আমি না কি হাসতে জানি না!
এই হাসি না কি হাসির মতো নয়
এই হাসি না কি ব্যথার জানান দেয়।
যে ব্যথা আমার তা অপরে জানে।
এ হাসি আমি আর হাসবো না
যে হাসি ব্যথার জানান দেয়।
কাঁদতে পারি না তাই মনে হয়
আমার এই হাসি কাঁদার জানান দেয়।
ব্যথাগুলো আমি পুষে রাখতে চাই।
ব্যথা না কি ভালো জিনিস?
আপন মনে কথা বলতে শিখায়
আমি তো আপন মনে কথা বলি না।
তবুও কি আমার হাসি ব্যথার জানান দেয়?
এ হাসি আমি আর হাসবো না!
হাসবো না, কাঁদবো না, আপন মনে কথা বলবো না।
ব্যথাগুলোর নিষ্পত্তি কি?
কাঁদলে না কি ব্যথা হালকা হয়, হয় হাসলেও।
আমি তো কাঁদি না
কিন্তু আমি হাসলে অপরে তা জানে
চোখের জলও না কি বোঝা যায়।
ভাবছি লোকচক্ষুর আড়ালে থাকবো।
হাসবো, কাঁদবো, আপন মনে কথা বলবো।
অপেক্ষায় থাকবো সেদিনের
যেদিন আমার এই হাসি হাসার মতোই হাসবে।