নতুন শব্দরা অভিমান করেছে তাই কবিতার খাতা নির্জীব।
হুমড়ি খাওয়া শব্দরা আজ কিছুটা শৃঙ্খলে এসেছে।
এদের আমি স্বাধীনতা দেই, যখন খুশি আসে-যায়।
এ পৃষ্ঠা থেকে ও পৃষ্ঠা লাফালাফি করে,
নিজ ইচ্ছায় সারিবদ্ধভাবে বসে।
আমি অভিমান করি না
কিন্তু আজ ওরা অভিমান করেছে।
অভিমানের কারণ খুঁজে পাইনি আমি।
ভালোবাসার অভিমান ভাঙানো খুব কঠিন, জানেন তো?
নানারূপ অঙ্গভঙ্গী, শব্দে-বাক্যে এদের অভিমান ভাঙ্গাতে হয়।
কিন্তু শব্দের অভিমান কোন শব্দ দিয়ে ভাঙ্গাবো?
কি বিপদ! কি বিপদ!
আয় ফিরে তোরা, এ খাতায় শুধু তোদের অধিকার।