ভালো যদি নাই বাসবে, তবে নাকফুলটি খুলে রেখ।
লোকে জানবে আমি নেই, সুযোগ খুঁজবে ভালবাসার।
যাকে ভালো লাগে ভালোবেসো!
বাসবে তো ভালো? না কি তাতেও থাকবে না ভালোবাসা।
এ বন্ধন যদি খুলে দিতে চাও তবে, বলে দাও।
ভালোবাসা কোনো কর্তব্য নয়, নয় কোনো আধ্যাত্মিক বস্তু।
এটা বিশ্বাস, দীর্ঘ পথচলার আশ্বাসের বাস্তব প্রতিফলন।
মুছে ফেলবে কি আমার শেষ চিহ্নটুকু?
কি হৃদয় বিদারক হবে সেই মুহুর্তটি!
ভাবছি সেটাই, আমি কি কাঁদব না কি চুপটি করে বসে থাকব।
শেষবারের মত বলছি, "ভালোবাসি"।
মুছে ফেলোনা আমার শেষ চিহ্নটুকু।