ঘাম ঝরে দর দর
বুক কাঁপে থর থর,
চোখে মুখে ভয় ভয়
তবু যদি দেখা হয়।
এই বুঝি এলো সে
রাস্তার ওপারে,
চেয়ে থাকি অপলক
মনে মনে শান্তি
যদি তার দেখা পাই
ফুল হাতে রাস্তায়।
চোখে মুখে হাসি হাসি
তাকে আমি ভালোবাসি।
এলো সে সাতটায়
সন্ধ্যার পর পর,
খুব করে ইচ্ছে
পাশে বসে থাকতে
ধুপ করে হাতটায়-
হাত দিয়ে রাখতে।
চোখে চোখে চোখ রেখে
মনে মনে কথা
তার সাথে আমার
সন্ধ্যায় দেখা।
বাড়ি ফিরে বই নিয়ে
পৃষ্ঠা উলটাই
তার কথা ভাবি শুধু
নিশ্চুপ সন্ধ্যায়।