কখনো কি তোমার এমন হয়েছে?
তুমি থেমে গেলে বাতাসও থেমে যায়,
থেমে যায় তোমার সব ব্যথা ।
নিরবে তোমার দিকে তাকিয়ে থাকে কিছু তারা।
মেঘগুলো তখন আর চাঁদটিকে ঢেকে রাখে না।
তখন কি চাঁদটিকে দেখেছ?
কি অসহায় লাগে!
জোছনা আর জোনাকির খেলা নিরবে তখন দেখি।
ফিরে যাই স্মৃতির পাতায়!
কিছু সুখ, কিছু রাগ, কিছু অভিমান
সীমাহীন ভালবাসা তুমি আর আমি।
পিচঢালা সেই পথ!
ফাল্গুনের বাতাসে উড়ে আসা কিছু ধুলো।
তোমার অজান্তে তোমার এলোকেশে হাত দেওয়া।
তোমার মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকা
হঠাৎ তোমার সেই কথা, কি দেখছো?
রাত শেষ হয়ে যায় চাঁদটিও লুকিয়ে যায় আড়ালে।
কোথায় যেন হারিয়ে যায় জোনাকিগুলো।
দু-চোখ বেয়ে নেমে আসে বেদনাসিক্ত অশ্রু,
যার প্রতিটি ফোটায় লেখা থাকে তোমার নাম।