আমার ওষ্ঠ কেঁপে কেঁপে উঠে
মঈন তাজ


আমি বলতে পারিনা আমার বুকে সঞ্চিত যত কথা,
হৃদয় আমার ভারী হয়ে উঠে বঞ্চিত বুকে ব্যথা।
আমার ওষ্ঠ কেঁপে কেঁপে উঠে সত্য বলার জন্য,
অসত্য আর অন্যায় পথে মানুষ হয়েছে বন্য।
আমার হৃদয় কেঁপে কেঁপে উঠে সত্য বলার জন্য,
স্বার্থের কাছে মানুষ আজকে বড়ই তুচ্ছ নগন্য।  
মিথ্যার বুকে লাথি মেরে দাঁড়াতে চাই আমার পা,
মন আমার বলে অন্যায়ের বুকে পেরেক ঠুকে যা।
কোন অদৃশ্য আবেগে অন্ধ হয়ে আমরা বিবেক ত্যাগী,  
কোন অদৃশ্য মোহে মুগ্ধ হয়ে আমরা পাপের ভোগী।
কেঁপে কেঁপে উঠে শরীরে আমার প্রতিটি রক্ত কণা,
এ পাপের ভার কার আছে কি কারও জানা?
সত্য মিথ্যার দ্বন্দ্বে আজকে পৃথিবী কম্পমান,
পৃথিবীর বুকে সত্যের পথে মানুষের অপমান।
মানুষ বড় অসহায় আজ এই পৃথিবীর বুকে,
চারিদিকে শুধু বাঁধার দেয়াল হতাশা ছড়ায় চোখে।


ঢাকা
০৬/০২/১৯