আমরা গরীব দুঃখী
মঈন তাজ


বস্তিবাসীর কি অবস্থা
একটু দেখো গিয়ে
নুন আনতে পান্তা ফুরায়
হাত ধোবো কি দিয়ে!


খিধার জ্বালায় আমি যখন
হচ্ছি জড়োসড়ো
পেটের চেয়ে হাত ধোয়া কি
আমার কাছে বড়?


তোমরা যখন সাবান নিয়ে
করছো কাড়াকাড়ি
ভাগাড় থেকে খাবার নিয়ে
যাচ্ছি আমি বাড়ি।


তোমরা যখন খাবার মজুদ
করছো ভুরি ভুরি
আমরা তখন খিধার জ্বালায়
পথে পথে ঘুরি।


দ্রব্য মূল্যের উর্দ্ধগতি
যায়না কিছু কিনা
শ্রমজীবী বাঁচে কি আর
কাজকর্ম বিনা?


রোগ জীবানু কষ্ট ব্যথা
কত কিছু আসে
আমরা গরীব ক্ষুদ্র মানুষ
চেনেনা ভাইরাসে!


হায় করোনা আর মেরোনা
আমরা গরীব দুঃখী
চিরকাল এই কষ্ট জ্বালায়
হয়নি কভু সুখী!


যশোর
২৭/০৩/২০