অচিন দেশ
মঈন তাজ


দিন ফুরাবে যেতেই হবে
বাজবে বিদায় বীণ
সাধের জীবন ফিকে হবে
থাকবেনা রঙ্গিন।


কিসের বেশে অচীন দেশে
যাবি অবুঝ মন
একলা একা থাকবি সেথা
নেইতো প্রিয়জন।


সুখে কিংবা দুখে রইবি
জানবেনা কেউ আর
আমল ছাড়া অচিন দেশে
কেউ পাবেনা পার।


আমল যদি ঠিক না থাকে
দুঃখ জীবন ভর
সঠিক আমল করিস যদি
পাবিরে নিস্তার।


সময় থাকতে হও হুশিয়ার
ওরে অবুঝ মন
মিথ্যে মায়া এই দুনিয়া
ভাবিস কিছু ক্ষণ।


যশোর
১০/১০/১৯